নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাতে গুজরাটের আমরেলি জেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় একটি এশিয়াটিক সিংহের মৃত্যু হয়েছে এবং একই ট্রেনের ধাক্কায় আরও একটি সিংহ আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজুলা তালুকের উচাইয়া গ্রামের কাছে বনকর্মীরা পিপাভাভ বন্দরের সঙ্গে রাজুলা শহরের সংযোগকারী রেললাইন অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে মোট চারটি সিংহকে দেখতে পান।
বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, দ্রুতগামী ট্রেনের খুব কাছে চলে আসায় বনকর্মীদের সতর্ক করার পরেও ট্রেন চালক জরুরি ব্রেক প্রয়োগ করেও সিংহগুলোকে বাঁচাতে পারেননি। '
প্রধান বন সংরক্ষক আরাধনা সাহু জানিয়েছেন, গুরুতর আহত একটি সিংহকে চিকিৎসার জন্য জুনাগড়ের সাক্করবাগ চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়েছে। বন বিভাগ ঘটনাটি তদন্ত করে দেখছে। নিহত ও আহত সিংহের বয়স ছিল ১ থেকে ৩ বছরের মধ্যে।