নিজস্ব সংবাদদাতা: চীনের হ্যাংজুতে চলছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস গর্বের সঙ্গে ভারতকে প্ৰতিনিধিত্ব করছে ভারতের ছেলে ও মেয়েরা। তাদের লড়াকু মনোভাব ও খেলায় একের পর এক মেডেল আসছে ভারতের ঝুলিতে। শনিবার সকাল থেকেও একাধিক সোনা সহ একের পর এক মেডেল আসা শুরু হয়ে গিয়েছে ভারতের ঝুলিতে। ইতিমধ্যেই ভারত সব মিলিয়ে ১০০ টি পদক জয় করে ফেলেছে হ্যাংজু এশিয়ান গেমসে। যার মধ্যে রয়েছে ২৫ টি স্বর্ণ পদক। এবার ভারতের এই সাফল্যে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রোমাঞ্চ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "এশিয়ান গেমসে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন! ভারতের জনগণ রোমাঞ্চিত যে আমরা ১০০ টি পদকের একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছি। আমি আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন জানাই যাদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়েছে। আমি ১০ তারিখে আমাদের এশিয়ান গেমস কন্টিনজেন্টের আয়োজন করার এবং আমাদের ক্রীড়াবিদদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ"।
আজ ভারতের জন্য সোনা জয় করেছে ভারতের মহিলা কবাডি দল। তাদের উদ্দেশ্যেও ট্যুইট করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "এশিয়ান গেমসে ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের কাবাডি মহিলা দল সোনা জিতেছে! এই জয় আমাদের নারী ক্রীড়াবিদদের অদম্য চেতনার প্রমাণ। এই সাফল্যে ভারত গর্বিত। দলকে অভিনন্দন। তাদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভকামনা"।
Hangzhou Asian Games: Indian women's Kabaddi team win Gold beating Taiwan 26-24.
— ANI (@ANI) October 7, 2023
100th overall medal and 25th Gold medal for India at the Asian Games. pic.twitter.com/WGMkFNym9j
A momentous achievement for India at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.
I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA
It is a historic moment for India at the Asian Games. Our Kabaddi Women's team has clinched the Gold! This victory is a testament to the indomitable spirit of our women athletes. India is proud of this success. Congrats to the team. My best wishes for their future endeavours. pic.twitter.com/amfPaGmiHt
— Narendra Modi (@narendramodi) October 7, 2023