Breaking: কোনও উপজাতি মুখ্যমন্ত্রী নিয়োগ হয়নি কংগ্রেস শাসিত রাজ্যে! কটাক্ষ মন্ত্রীর

মূলত আদিবাসী অধ্যুষিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বাদ দিলে কংগ্রেস একবিংশ শতাব্দীতে কোনও উপজাতি মুখ্যমন্ত্রী নিয়োগ করেনি।

author-image
Probha Rani Das
New Update
ashwini vaishanavsd.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে বলেছেন, “চিন্তা করার মতো কিছু বিষয়, মূলত আদিবাসী অধ্যুষিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বাদ দিলে কংগ্রেস একবিংশ শতাব্দীতে কোনও উপজাতি মুখ্যমন্ত্রী নিয়োগ করেনি।

ashwini.jpg

তিনি বলেন, “বিজেপি ৪ দিয়েছেন - শ্রী বাবুলাল মারান্ডি, শ্রী অর্জুন মুন্ডা, শ্রী বিষ্ণু দেও সাই এবং শ্রী মোহন মাঝি। এমনকি অসমেও বিজেপি সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রী করেছে, কংগ্রেস কোনও আদিবাসী তৈরি করেনি।

তিনি আরও বলেন, “বিজেপি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছে এবং শ্রী পি এ সাংমাজিকে সমর্থন করেছে। কংগ্রেস দু'জনেরই বিরোধিতা করেছে। আদিবাসীদের ক্ষমতায়নের কথা কে ভাবে, আর কে করে না, এটা তারই এক ঝলক।” 

Add 1