হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা, রেলমন্ত্রীর পদত্যাগ!

অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনার পর পেরিয়েছে বেশ কিছু ঘন্টা। মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে।

author-image
SWETA MITRA
New Update
trainnn.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশে ফের একবার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে, যা সকলকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে দুর্ঘটনার কারণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইস্ট কোস্ট রেলওয়ে (ইসিওআর)। ইসিওআর বলছে যে বিজয়নগরমে ট্রেন দুর্ঘটনাটি মানবিক ত্রুটির কারণে ঘটতে পারে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জনেরও বেশি মানুষ। দুর্ঘটনার পর থেকে বিজয়নগরম জেলায় লাগাতার ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। এদিকে এই ঘটনার জন্য ভারতীয় রেল ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) কাঠগড়ায় তুলল তৃণমূল। বড় হুঁশিয়ারি দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘বিজেপি সরকারের আমলে ট্রেন দুর্ঘটনা এখন একটা ট্রেন্ড। অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনার পর অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিৎ। নরেন্দ্র মোদীর জন্য লজ্জা। আর ইডি কোথায়?’