নিজস্ব সংবাদদাতা : মহাশিবরাত্রির আগে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন পরিদর্শনের অশ্বিনী বৈষ্ণব। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "হোল্ডিং এরিয়ায় ৩৬টি টিকিট কাউন্টার রয়েছে, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিনও স্থাপন করা হয়েছে। তাই যাত্রীরা স্টেশনের বাইরে থেকেই টিকিট কিনতে পারবেন। আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তারা এই ব্যবস্থায় খুশি।