কাজের গতি বৃদ্ধি পেয়েছে ভারতীয় রেলে ! বড় দাবি করলেন অশ্বিনী বৈষ্ণব

কি দাবি করলেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
Ashwini Vaishnaw

নিজস্ব সংবাদদাতা : আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন যে, ''আমরা পারমানবিক এবং বায়ু শক্তির প্রতি যথেষ্ট আগ্রহী। যদি কেউ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায়, তাহলে আমরা তার সাথে বিদ্যুৎ ক্রয় করার চুক্তি করতে রাজি আছি। সম্প্রতি আমরা মধ্য প্রদেশের সাথে যে ধরণের চুক্তিতে আবদ্ধ হয়েছি, সেই একই মডেল দেশের অন্যান্য রাজ্যেও বাস্তবায়িত করা যেতে পারে।'' এরসাথে সাথেই তিনি ভারতীয় রেলের কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, ''২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলের কাজের গতি প্রায় ৭.৫ গুন বৃদ্ধি পেয়েছে।''