নিজস্ব সংবাদদাতাঃ ২২ দিন কেটে যাওয়ার পরেও রাজস্থানে মন্ত্রিসভার গঠন করতে পারেনি বিজেপি (BJP)। আর এই নিয়েই এবার আসরে নামলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট (Ashok Gehlot)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘গত ৩ ডিসেম্বর রাজস্থানের জনগণ বিজেপিকে স্পষ্ট ম্যান্ডেট দিলেও ২২ দিন পেরিয়ে গেলেও এখনও মন্ত্রিসভা গঠিত হয়নি, যার ফলে প্রশাসন স্থবির হয়ে পড়েছে। প্রতিটি বিভাগও বিভ্রান্তির মধ্যে রয়েছে। মানুষ দেখছে কোন মন্ত্রীদের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান করতে হবে। যত দ্রুত সম্ভব মন্ত্রিসভা গঠন করতে হবে, যাতে সরকারের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে পারে। চিরঞ্জীবী যোজনায় বেসরকারি হাসপাতালগুলি যে চিকিৎসা দিচ্ছে না, তাও সংবাদমাধ্যমের মাধ্যমে নজরে এসেছে। বর্তমান সরকারেরও উচিত আমাদের সরকারের প্রকল্পগুলির পরিস্থিতি স্পষ্ট করা যাতে জনসাধারণ সমস্যার সম্মুখীন না হয় এবং একটি নতুন ব্যবস্থা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সিস্টেমটি অব্যাহত থাকা উচিত।‘