নিজস্ব সংবাদদাতা: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আপ এবং অন্যান্য জোট শরিকদের সঙ্গে দলের আসন সমঝোতা নীতি নিয়ে এবার মুখ খুললেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলত। তিনি বলেন, 'কে কি বলছে সেটাতে কারুর কান দেওয়া উচিত নয়। যখন এই ধরনের বড় জোট তৈরি করা হয়, প্রত্যেককেই ত্যাগ স্বীকার করতে হয়। কংগ্রেস সেই উদ্যোগ নিয়েছে এবং দেশজুড়ে একটা ভালো বার্তা পৌঁছেছে। সেই প্রক্রিয়া জারি রয়েছে। যদি জোট সফল হয় তাহলে প্রধানমন্ত্রী মোদি যে পরেরবার আর সরকার গঠন করতে পারবেন না সেটা কোনও বিশেষ চমক হবে না'।