আসানসোল: পাকিস্তানকে ধিক্কার, প্রতিবাদের  আগুন বুকে নিয়ে পথে মানুষ

রক্তাক্ত ভূস্বর্গ, অস্থির ভারতবর্ষ! 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

অনন্যা ব্যানার্জি: কাশ্মীর তথা ভূস্বর্গ, গোটা দেশের কাছে রূপকথার দেশ বা ভূস্বর্গ বলতে কাশ্মীরকেই বোঝায়। এই কাশ্মীর নিয়ে কত লড়াই কত চলচ্চিত্র কত ঘটনাই না দেখে এসেছে সারা বিশ্ব। ১৯৯০ সালে কাশ্মীরে যেভাবে আক্রমণ করা হয়েছিল সাধারন মানুষের উপর সেই ঘটনা খানিকটা হলেও ভুলে গিয়ে বর্তমান ২০২৫ সালে নতুন করে পর্যটকদের নিয়ে সেজে উঠেছিল আমাদের প্রিয় কাশ্মীর। কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তানের জঙ্গি সংগঠন আবারো ১৯৯০-এর সেই জঘন্য দিনটি আবারও মনে করিয়ে দিয়েছে। কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড, পহেলগাও-এর মাটি পর্যটকদের রক্তে ভিজিয়ে চলে যায় পাকিস্তানের কয়েক জঙ্গি।

বাবার মাথায় গুলিতে রক্তের ফোয়ারা, সিঁদুরে ভরা মায়ের শিথি আজ শূন্য, এই ভয়াবহ দৃশ্য দেখে তিন বছরের ছেলের বুকভাঙ্গা কান্না। এদিকে, সদ্য বিবাহিত দম্পতির বিবাহ জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। না এই ঘৃণ্যতম জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। দেশ-বিদেশ তথা বিশ্বজুড়ে নিন্দা এবং কড়া পদক্ষেপের দাবিতে ইতিমধ্যেই তোলপাড় সারা বিশ্ব।

আর আজ তারই এক দৃশ্য ধরা পড়লো এএমএম নিউজের ক্যামেরায়। আজ আসানসোলের সৃষ্টিনগরে পালন করা হলো সেইসব পর্যটকদের স্মরণ সভা যারা বুক ঠুকে 'আমরা হিন্দু ' বলে নিহত হয়েছেন কাশ্মীর ঘুরতে গিয়ে। এরই সাথে প্রতিবাদের  আগুন বুকে নিয়ে উচ্চকণ্ঠে পাকিস্তানকে ধিক্কার জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন গোটা সৃষ্টিনগর। দেখুন ভিডিও-