নিজস্ব সংবাদদাতা: রাম মন্দির উদ্বোধনের আগে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বক্তব্য রাখতে গিয়ে পরোক্ষে হুমকি দেন। তিনি মসজিদগুলিকে ছিনিয়ে নেওয়ার আগে রক্ষা করার' অনুরোধ করেন। তিনি দিল্লির ২০০ বছরের পুরানো সুনেহরি বাগ মসজিদের কথাও উল্লেখ করেছেন। এই মসজিদটি ট্রাফিক সম্প্রসারণের NDMC ভেঙে ফেলতে চায়।