নিজস্ব সংবাদদাতা: দিল্লির আবগারি পুলিশ মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিষয়ে এবার মুখ খুললেন আপ বিধায়ক দিলীপ পান্ডে।
আপ বিধায়ক দিলীপ পান্ডে বলেছেন, "এটা সত্যের জয়। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি পুরো মামলাটি ভুয়া। আমরা আদালতের এই সিদ্ধান্তকে সম্মান করি”। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের পরেই রাজনীতির খেলা ঘুরে গিয়েছে বলে মনে করা হচ্ছে।