নিজস্ব সংবাদদাতা: AAP জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "আজ যেভাবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির সামনে আত্মসমর্পণ করেছে, তাতে মনে হচ্ছে যেন নির্বাচন কমিশনের অস্তিত্ব নেই। এটি একটি খুব বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি একেবারে ন্যায়সঙ্গত। জনগণের মনে প্রশ্ন জাগতে পারে যে রাজীব কুমার জি, যিনি প্রধান নির্বাচন কমিশনার, এই মাসের শেষে অবসর নিচ্ছেন, তাকে কী ধরনের পদের প্রস্তাব দেওয়া হয়েছে? রাজ্যপালের পদ, রাষ্ট্রপতির পদ? রাজীব কুমার জি দায়িত্ব পালন করুন, পদের লোভ ত্যাগ করুন। এখন আপনার কর্মজীবনের শেষে, দেশ, দেশের গণতন্ত্র ধ্বংস করবেন না।"