নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ষষ্ঠতম ইডি সমন এড়িয়ে যাওয়ার বিষয়ে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এবার তাকে কটাক্ষ করেছেন। তিনি অরবিন্দ কেজরিওয়ালকে 'ভাগড়া'র তকমা দিয়েছেন। তিনি বলেছেন, "তিনি 'ভাগড়া' নম্বর ওয়ান হয়েছেন। মদ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হিসাবে তার কিছু লুকানোর আছে। আদালত বলেছেন যে সমন যথাযথ এবং আপনার উচিত এই সমনগুলিতে উপস্থিত হওয়া। কিন্তু তারপরও আপনি সমনকে অবৈধ বলছেন। আসলে, এমনকি কংগ্রেস দল বলেছে যে মদ কেলেঙ্কারিতে, আপনার কাছে অনেক প্রশ্নের উত্তর আছে। তাহলে তারাও কি প্রতিহিংসামূলক ও প্রতিহিংসার রাজনীতি করছে? আপনাকে এজেন্সির সামনে নিজেকে উপস্থাপন করতে হবে।" উল্লেখ্য, ইতিমধ্যেই মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তারপর এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একই মামলায় সমন পাঠাচ্ছে ইডি। তবে মুখ্যমন্ত্রী বারংবার এই সমন এড়িয়ে যাচ্ছেন। ফলে তার ওপরেও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তার জেল যাওয়ার বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে একাধিকবার। যদিও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি করা হচ্ছে আম আদমি পার্টির তরফে।
. .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .