নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার অর্থাৎ আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজিরা দিতে হবে। অরবিন্দ কেজরিওয়াল সকাল ১১টায় আইন প্রয়োগকারী সংস্থার দিল্লি কার্যালয়ে সাক্ষ্য দেবেন। এদিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) দাবি করেছে, জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করবে ইডি।
তবে অরবিন্দ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে মুখ খোলেনি আম আদমি পার্টি। এই প্রথম অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। এর আগে আবগারি নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।