নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের ভোট গণনার দু'দিন আগে রবিবার অর্থাৎ আজ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৯ এপ্রিল সিকিমের ৩২টি বিধানসভা আসনে একযোগে ভোটগ্রহণ হয়। সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে।
লোকসভা নির্বাচনের প্রথম দফার সঙ্গেই ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশের ৬০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়।অরুণাচল প্রদেশে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের ৬০টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন ইতিমধ্যেই তাদের নিজ নিজ আসনে জয়ী হয়েছেন।