প্রতি রাতেই ঘুম থেকে উঠে বলতেন, ‘‘রামলালা আমায় ডাকছেন

অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে বসেছে তাঁরই হাতে ‘তৈরি’ রামলালার মূর্তি। কষ্টিপাথরের ৫১ ইঞ্চির মূর্তি দর্শনে উপচে পড়ছে ভিড়। ‘বালক’ রামের মূর্তি তৈরি করে ‘লাইম লাইট’ কেড়ে নেওয়া সেই ভাস্কর অরুণ যোগীরাজেরও এক সময় ঘুম উড়ে গিয়েছিল। সাত মাস প্রায় প্রতি রাতেই ঘুম থেকে উঠে বলতেন, ‘‘রামলালা আমায় ডাকছেন!’’

‘প্রধান যজমান’ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

সাত-আট মা‌স ধরে ধীরে ধীরে শিশু রামের মূর্তি গড়ে তুলেছিলেন অরুণ। গত ২২ জানুয়ারিতে সেই মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয়। ‘প্রধান যজমান’ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে ছিলেন সংস্কৃত এবং সঙ্গীতের পণ্ডিত আচার্য সুমধুর শাস্ত্রী।