নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। সূত্রে খবর, তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
আইন ও বিচার মন্ত্রকের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, "মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিয়োগ, চাকরির শর্তাবলী এবং অফিসের মেয়াদ) আইন, ২০২৩-এর ধারা ১১ এর ধারা (১) অনুসারে, রাষ্ট্রপতি ০৯ মার্চ, ২০২৪ থেকে নির্বাচন কমিশনার শ্রী অরুণ গোয়েলের পদত্যাগপত্র গ্রহণ করতে পেরে সন্তুষ্ট।"
প্রসঙ্গত, এদিকে আগামী সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। ২০২২ সালের ২১ নভেম্বর ভারতের নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গোয়েল।