রাবণ! প্রস্তুতি নিচ্ছে ভারত

রাবণ দহন! সাক্ষী হতে চলেছে গোটা দেশ।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোো


নিজস্ব সংবাদদাতা : বিজয়া দশমীর পর দশেরা। রাবণ বধের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। ইতিমধ্যেই রাবণ দহনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ভারতে। দিল্লিতে ঠাকুর গার্ডেনে দশেরার আগে শিল্পীরা রাবনের মূর্তি তৈরি করছেন৷ চূড়ান্ত ব্যস্ততা।রাবনের কুশপুত্তলিকার নির্মাতা সোনু বলেন, "আমাদের কাজ হল মূর্তি তৈরি করা, যারা মূর্তি কেনেন, তারা নিজেরাই সাজান। কেউ কেউ পটকা ছাড়াই কুশপুত্তলিকা পোড়ান। আমরা এ বছর ৫০টি প্রতিমা তৈরি করেছি। শুধুমাত্র ডেলিভারি হওার অপেক্ষা। মূর্তির সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট।"

 

 

hiren