নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রেস বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সোমবার আয়োজিত এক প্রেস বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তান আজও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর প্রধান কেন্দ্র হিসেবে সক্রিয়।
সেনাপ্রধান বলেন, "হিংসা যা কিছু ঘটছে, তা আসলে পরিকল্পিত। সন্ত্রাসবাদের এপিসেন্টার পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।" তিনি সতর্ক করেন, ভারত যদি সর্বদা সজাগ দৃষ্টি না রাখে, তবে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ চলতেই থাকবে।
ভারতীয় সেনাবাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত, সে বার্তাও দেন সেনাপ্রধান। তিনি বলেন, "আমরা যেভাবে সেনা মোতায়েন করি, তা অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং অত্যাধুনিক। জঙ্গিরা যতই অশান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, আমাদের বাহিনী সর্বদা সতর্ক।" ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার ওপর জোর দেন জেনারেল দ্বিবেদী। তাঁর বক্তব্যে দেশবাসীকে সন্ত্রাসবাদ নিয়ে যে উদ্বেগ রয়েছে, তার উত্তর পাওয়া যায়। সেনাপ্রধানের এই বার্তা সীমান্ত সুরক্ষা এবং দেশের অখণ্ডতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল।