নিজস্ব সংবাদদাতা : মণিপুর পুলিশ ১১ নভেম্বর ২০২৪, সোমবার বিকেল ৩টার দিকে জিরিবাম জেলার জাকুরাধোর এবং বোরোবেকরা থানায় অবস্থিত সিআরপিএফ পোস্টে সশস্ত্র জঙ্গিদের আক্রমণের খবর নিশ্চিত করেছে। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের তীব্র প্রতিরোধ গড়ে তোলে। হামলার ফলে একজন নিরাপত্তাকর্মী নিহত হন, আর সিআরপিএফ কনস্টেবল সঞ্জীব কুমার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং সিভিল পুলিশের যৌথ বাহিনী দ্রুত এলাকায় পৌঁছে আক্রমণের তীব্র প্রতিশোধ নেয়। গুলি বন্ধ হওয়ার পর, নিরাপত্তা বাহিনী এলাকা তল্লাশি করে এবং ১০ জন সশস্ত্র জঙ্গির মৃতদেহ উদ্ধার করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রিইনফোর্সমেন্ট দল ঘটনাস্থলে পৌঁছে, এবং মণিপুরের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তাদের অভিযান আরও শক্তিশালী করেছে। সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই কঠোর প্রতিক্রিয়া এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপাশি তাদের শক্তি প্রদর্শন করেছে।