কোন পরিস্থিতিতে রয়েছেন গুজরাটের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসলেন প্রধানমন্ত্রী
ভারতে ভয়! পকিস্তান ছেড়ে পালালো দাউদ ইব্রাহিম, বলছে সূত্র
সারা রাত ধরে গুলির লড়াই উড়তে! লেফটেন্যান্ট গভর্নরের কাছে আতঙ্কে কেঁদে ফেললেন স্থানীয় বাসিন্দারা
পাঞ্জাবে উচ্চ সতর্কতা জারি! গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যপাল
বিনিদ্র রাত! সীমান্তবর্তী পরিস্থিতির ওপর সারা রাত নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জম্মুর সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের! আবারও বড় ধরনের হামলাক ছক পাকিস্তানের
পাকিস্তানের একের পর এক হামলার ছক, সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসছেন অমিত শাহ
ভারতে বসেই পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর্যবেক্ষণ করলেন, দিল্লির পাশে থাকার বার্তা দিয়ে পাক সফরে সৌদি বিদেশমন্ত্রী
হোশিয়ারপুর থেকে উদ্ধার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ! প্রবল আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে

মণিপুরে সশস্ত্র জঙ্গি হামলা : দারুন ফন্দিতে কঠোর প্রতিশোধ... জানুন বিস্তারিত...

মণিপুরের জিরিবাম জেলায় সশস্ত্র জঙ্গিদের হামলায় সিআরপিএফ কনস্টেবল সঞ্জীব কুমার গুলিবিদ্ধ হন এবং একজন নিরাপত্তাকর্মী নিহত হন।

author-image
Debapriya Sarkar
New Update
hamas terrorist111.jpg

নিজস্ব সংবাদদাতা : মণিপুর পুলিশ ১১ নভেম্বর ২০২৪, সোমবার বিকেল ৩টার দিকে জিরিবাম জেলার জাকুরাধোর এবং বোরোবেকরা থানায় অবস্থিত সিআরপিএফ পোস্টে সশস্ত্র জঙ্গিদের আক্রমণের খবর নিশ্চিত করেছে। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের তীব্র প্রতিরোধ গড়ে তোলে। হামলার ফলে একজন নিরাপত্তাকর্মী নিহত হন, আর সিআরপিএফ কনস্টেবল সঞ্জীব কুমার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

publive-image

এদিকে, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং সিভিল পুলিশের যৌথ বাহিনী দ্রুত এলাকায় পৌঁছে আক্রমণের তীব্র প্রতিশোধ নেয়। গুলি বন্ধ হওয়ার পর, নিরাপত্তা বাহিনী এলাকা তল্লাশি করে এবং ১০ জন সশস্ত্র জঙ্গির মৃতদেহ উদ্ধার করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

publive-image

এ ঘটনার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রিইনফোর্সমেন্ট দল ঘটনাস্থলে পৌঁছে, এবং মণিপুরের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তাদের অভিযান আরও শক্তিশালী করেছে। সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই কঠোর প্রতিক্রিয়া এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপাশি তাদের শক্তি প্রদর্শন করেছে।