‘গোমূত্র রাজ্য’ মন্তব্যে বিপাকে নেতা, চরম হুঁশিয়ারি কেন্দ্রের!

ডিএমকে সাংসদ সেন্থিলকুমারের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে শোরগোল পরে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
arjun.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ সংসদে এখন শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। আর গতকাল সংসদে ডিএমকে সাংসদ ডিএনভি সেন্থিলকুমারের 'গোমূত্র' নিয়ে মন্তব্য করেন। এদিকে আজ বুধবার এই মন্তব্যের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল  (Arjun Ram Meghwal) বলেছেন, "সংসদে দেওয়া মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাননি। ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত দলগুলি তাঁর পাশে দাঁড়িয়েছিল। এই দলগুলো কি দেশকে বিভক্ত করার চেষ্টা করছে? এই দেশকে কেউ বিভক্ত করতে পারবে না। ভারতের কিছু সদস্য যারা দেশকে উত্তর দক্ষিণে বিভক্ত করার চেষ্টা করছে, তারা তাদের ষড়যন্ত্রে ব্যর্থ হবে।“