মুম্বই থেকে আসছেন আজ, তাহলে ট্রেন সম্পর্কে অবশ্যই খোঁজ নিন-

একাধিক ট্রেনের যাত্রা আজকের জন্যে বাতিল করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
train delhi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ঘটে যাওয়া রেল দুর্ঘটনায় প্রভাব পড়েছে রেল চলাচলে। ইতিমধ্যেই একাধিক ট্রেনের যাত্রা আজকের জন্যে বাতিল করা হয়েছে। মহারাষ্ট্রের সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও ডঃ স্বপ্নিল নীলা এদিন বলেন, “আমরা সমস্ত রুটের স্টেশনে হেল্পলাইন নম্বর স্থাপন করেছি। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের নম্বরটি হল 022 22694040। এছাড়া নাগপুর, সেবাগ্রাম, ভারধা, বুসাওয়াল, বদনেরা, শেগাও-এই সব এলাকারও হেল্পলাইন নম্বরগুলিও প্রতিষ্ঠিত হয়েছে এবং এগুলি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে প্রচার করা হয়েছে। নম্বরটি হল – 7757912790। তিনটি ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, যেগুলি হল - 22861 হাওড়া কান্তবাজি এক্সপ্রেস, 08015 এবং 18019 খড়গপুর- ধানবাদ এক্সপ্রেস এবং 12021 ও 12022 হাওড়া বারবেল এক্সপ্রেস। এছাড়া তিনটি ট্রেন, 18114 বিলাসপুর-টাটা এক্সপ্রেস রৌরকেলাতে সংক্ষিপ্তভাবে বন্ধ করা হয়েছে, 18190 টাটা-বিলাসপুর এক্সপ্রেস রৌরকেলাতে বন্ধ করা হয়েছে। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আদ্রায় সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ করা হয়েছে”।

Adddd