নিজস্ব সংবাদদাতাঃ আপনার কি অনলাইন গেম খেলার নেশা আছে ? সেই নেশাতে এবার হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
সূত্র মারফত জানা গিয়েছে যে, শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমিংয়ের নেশা কাটানোর জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, '' এবার থেকে অনলাইন গেম খেললে ২৮ শতাংশ কর দিতে হবে। অনলাইন গেমিং সংস্থাগুলি এই কর চাপানোর ওপরে বিরোধিতা করেছে। কিন্তু তাতে পিছু হটেনি সরকার। উল্টে অনলাইন গেমের উপর আরও বিধিনিষেধ জারি করছে। ''
আরও জানা গিয়েছে যে, গেমিংয়ে সময় নির্দিষ্ট করা হবে এবং এর পাশাপাশি কত টাকা খরচ করা যাবে সেটাও নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। এছাড়াও, খেলোয়াড়দের বয়স ও খরচের ইতিহাস বিচার করে খেলার সময় এবং খরচের ঊর্ধ্বসীমা ঠিক করা হবে।