AQI লেভেল ছিল ৫০০, তারপরও দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন পরিবেশমন্ত্রী

গতকাল দূষণের কালো ধোঁয়ায় ঢেকেছে দিল কা নগরী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gopal raiq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দূষণের প্রকোপে পুড়ছে দিল্লি। পড়শি রাজ্যে ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লির বাতাসে বিষ মিশে চলেছে। বিষ মিশছে যমুনার জলেও। এই মুহুর্তে বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনার কালো জল। কিন্তু তাতেও দিওয়ালির আনন্দ ভোলেনি দিল্লিবাসী। ফলস্বরূপ, দিল্লির আনন্দ বিহারে বাতাসের মান গত রাতে ছিল ৫০০। আইটিও, এয়ারপোর্ট এলাকাতেও দূষণের সূচক ছিল ৫০০। কার্যত, গতকাল দূষণের কালো ধোঁয়ায় ঢেকেছে দিল কা নগরী।

AirportBlastsPollution-ezgif.com-avif-to-jpg-converter

কিন্তু এই বিষয়ে অন্য সুরই শোনা গেল দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই-এর কণ্ঠে। এদিন তিনি বলেন, "গত কয়েকদিন ধরে দিল্লির বায়ুর গুণমান 'খুবই খারাপ' বিভাগে রয়েছে। লোকেরা ভবিষ্যদ্বাণী করেছিল যে দীপাবলির পরের দিন দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বাড়বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। এটি দিল্লির জনগণের এবং সমস্ত বিভাগের সম্মিলিত প্রচেষ্টার জন্য আমি দিল্লির জনগণকে অভিনন্দন জানাই। দিয়া জ্বালিয়ে এবং পটকা না ফাটিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করেছেন তারা। দূষণের মাত্রা নিয়ন্ত্রণের দিকে আমি আশা করি আগামী বছরের মধ্যে আমরা যারা পটকা ফাটাতে পারব তাদেরও এটা বোঝাতে সক্ষম হব আজ থেকে। আমরা বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে দিল্লি জুড়ে জল ছিটিয়ে দিচ্ছি। বড় পরিসরে, এটি দিল্লির জনগণের পরিবর্তনশীল মানসিকতার ইঙ্গিত দেয়”।