নিজস্ব সংবাদদাতা: ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকারে লাগে এই আধার কার্ড। এবার আধার কার্ডের পাশাপাশি নতুন একটি পরিচয়পত্র হতে চলেছে যার নাম APAAR ID। তবে এই পরিচয়পত্র শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য লাগবে।
APAAR শব্দের পুরো অর্থ হল অটোমেটিক পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই আইডি কার্ডের মাধ্যমে শিক্ষাবিদ, খেলাধুলা, দক্ষতা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীদের ছোট-বড় প্রতিটি তথ্য এক জায়গায় রাখবে। এর সাথে পরীক্ষার ফলাফল, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ, অলিম্পিয়াড বা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যে কোনও খেলায় জয়ের বিষয়ে বিশদ বিবরণও থাকবে যা শিক্ষার্থীদের রেকর্ড বজায় রাখতে মন্ত্রণালয়কে সাহায্য করবে। ইতিমধ্যেই ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্টস আইডি কার্ড তৈরির বিষয়ে সমস্ত রাজ্যকে নির্দেশও পাঠিয়ে দিয়েছে মন্ত্রক। এই আইডি কার্ড তৈরি করলে শিক্ষার্থীরাও অনেক উপকৃত হবে। যেকোনো সরকারী চাকরি বা ইন্টারভিউয়ের জন্য এই আইডি কার্ডও ব্যবহার করতে হবে।