‘ভারতীয়দের আনতে কি আমরা আমাদের বিমান পাঠাতে পারতাম না?’ প্রশ্ন প্রিয়াঙ্কার

'মানুষের সাথে কি এমন আচরণ করা হয়?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
priyanka sad1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কথিত অবৈধ ভারতীয় অভিবাসীদের নির্বাসন প্রসঙ্গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এদিন বলেন, “অনেক কিছু বলা হয়েছিল যে রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী খুব ভাল বন্ধু। কেন প্রধানমন্ত্রী মোদী এটি হতে দিলেন? আমরা কি তাদের ফিরিয়ে আনতে আমাদের নিজস্ব বিমান পাঠাতে পারতাম না? মানুষের সাথে কি এমন আচরণ করা হয়? যে তাদের ফেরত পাঠানো হয় হাতকড়া পরিয়ে এবং বেঁধে? এর কি উত্তর দেওয়া উচিত নয় কেন্দ্রের?”

PTI10_18_2019_000147B_1571401506467