নিজস্ব সংবাদদাতা: 'জয় শ্রী রাম' এবং ভারতের ধারণা সম্পর্কে ডিএমকে নেতা এ রাজার মন্তব্য ঘিরে শোরগোল পড়ল ধর্মীয় রাজনীতিতে। ক্ষোভ প্রকাশ করছেন বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে হিন্দু ধর্মগুরুরা প্রত্যেকে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “তারা এমন লোক যারা হিন্দি গালাগালি করে, ভারতকে শেষ করার কথা বলে। এরাই 'টুকডে টুকডে' গ্যাংকে সমর্থন করে। তাদের নেতাই রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছিল। তারাই ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। এরাই আবার 'ইন্ডি' জোট গঠন করেছে, নাকি ভারতকে রক্ষা করার জন্যে। মানুষ এই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তোলা, 'টুকডে টুকডে' গ্যাংকে সমর্থন করা নেতাদের কখনও মেনে নেবেন না। তাই যতবার এই সব বলার বলুন, মানুষ এর উত্তর সঠিক সময়ে দেবে”।
‘জয় শ্রী রাম’ নিয়ে কুমন্তব্য, অনুরাগ মনে করালেন ‘পাকিস্তান জিন্দাবাদ’
'যতবার এই সব বলার বলুন, মানুষ এর উত্তর সঠিক সময়ে দেবে'।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: 'জয় শ্রী রাম' এবং ভারতের ধারণা সম্পর্কে ডিএমকে নেতা এ রাজার মন্তব্য ঘিরে শোরগোল পড়ল ধর্মীয় রাজনীতিতে। ক্ষোভ প্রকাশ করছেন বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে হিন্দু ধর্মগুরুরা প্রত্যেকে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “তারা এমন লোক যারা হিন্দি গালাগালি করে, ভারতকে শেষ করার কথা বলে। এরাই 'টুকডে টুকডে' গ্যাংকে সমর্থন করে। তাদের নেতাই রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছিল। তারাই ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। এরাই আবার 'ইন্ডি' জোট গঠন করেছে, নাকি ভারতকে রক্ষা করার জন্যে। মানুষ এই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তোলা, 'টুকডে টুকডে' গ্যাংকে সমর্থন করা নেতাদের কখনও মেনে নেবেন না। তাই যতবার এই সব বলার বলুন, মানুষ এর উত্তর সঠিক সময়ে দেবে”।