নিজস্ব সংবাদদাতা: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এদিন সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর বলেন, “অরবিন্দ কেজরিওয়ালের মুখ আবার উন্মোচিত হয়েছে। তিনি ৪৭ ডিগ্রি সেলসিয়াসেও রোডশোতে যোগ দিচ্ছেন। কিন্তু তারপরে তিনি অসুস্থতার অজুহাতে জামিনের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানাচ্ছেন”।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য নিয়েও এদিন অনুরাগ ঠাকুর বলেন, “কংগ্রেস 'মোদি ফোবিয়া'-তে ভুগছে। প্রধানমন্ত্রী মোদি দেশের গরীবদের জন্য যা করেছেন, এখানকার মানুষের জন্য কেউ তা করেননি। কংগ্রেস ৬০ জনের জন্য মানুষকে প্রতারণা করে তারা 'গরীবি হটাও' স্লোগান দিয়েছে কিন্তু কখনও দারিদ্র্যতা দূর করতে পারেননি। আগে আমেঠি ও রায়বরেলিতে শুধু বস্তি ছিল, কোনও শৌচাগার ছিল না সেখানে। এখন সেই জায়গা গুলি দেখলে চিনতে পারবেন না। মোদিজি বদলে দিয়েছেন সমগ্র জায়গা”।