অনুরাগের সফর বাতিল! তলানিতে ভারত-চিন সম্পর্ক!

বৈষম্য মূলক আচরণ! চিনে যাচ্ছেন না অনুরাগ ঠাকুর। ভারত-চিন সম্পর্কে ছেদ!

author-image
Pallabi Sanyal
New Update
asas

প্রতীকী ছবি


নিজস্ব সংবাদদাতা : চিন সফর বতিল করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। হ্যাংজুতে ১৯তম এশিয়ান গেমসের জন্য চিনে সফর করার কথা ছিল তার। কিন্তু চিন কর্তৃপক্ষ ৩ জন উশু খেলোয়াড়ের প্রবেশ অস্বীকার করার পরে প্রতিবাদ স্বরূপ নিজের সফর বাতিলের সিদ্ধান্ত নিলেন অনুরাগ। এমনই খবর বিদেশ মন্ত্রক সূত্রে। এতেই ভারত-চিন সম্পর্কে ফাটল ধরল বলেই মনে করছেন অনেকে। তিনজন ভারতীয় উশু খেলোয়াড় - নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগু র প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এশিয়ান গেমসে।  ভারত সরকার শিখেছে যে চীনা কর্তৃপক্ষ, একটি লক্ষ্যবস্তু এবং পূর্ব ধ্যানের পদ্ধতিতে, অরুণাচল প্রদেশ রাজ্যের কিছু ভারতীয় ক্রীড়াবিদকে চীনের হাংজুতে ১৯ তম এশিয়ান গেমসে স্বীকৃতি ও প্রবেশাধিকার অস্বীকার করে বৈষম্যমূলক আচরণ করেছে বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।বাকি ভারতীয় উশু দল, যার মধ্যে আরও সাতজন খেলোয়াড় এবং স্টাফ ছিল, হংকংয়ের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল এবং সেখান থেকে চীনের হংঝোতে একটি ফ্লাইটে উঠেছিল।