ফের সম্ভলে ফ্ল্যাগ মার্চ করলেন অনুজ চৌধুরী ! এবার কি বড় ঘটনা ঘটলো ?

এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, উৎসবগুলিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য।

author-image
Debjit Biswas
New Update
ANUJ

নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে সম্ভলে ফ্ল্যাগ মার্চ করলেন অনুজ চৌধুরী। মূলত আসন্ন উৎসবগুলির কথা মাথায় রেখেই সমগ্র সম্ভল জুড়ে, পুলিশের পক্ষ থেকে এই ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়েছে।

anuj choudurry

অনুজ চৌধুরি জানান, "পুরো সম্ভল এলাকায় আজ ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং অপরাধীদের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না দেওয়া।"