নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে সম্ভলে ফ্ল্যাগ মার্চ করলেন অনুজ চৌধুরী। মূলত আসন্ন উৎসবগুলির কথা মাথায় রেখেই সমগ্র সম্ভল জুড়ে, পুলিশের পক্ষ থেকে এই ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/14/ZfVRbXRQ5zmQUmuqgWOr.JPG)
অনুজ চৌধুরি জানান, "পুরো সম্ভল এলাকায় আজ ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং অপরাধীদের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না দেওয়া।"