হোলি নিয়ে ফের মন্তব্য করলেন সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' হওয়া পুলিশ অনুজ চৌধুরী

কি মন্তব্য করলেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
ANUJ

নিজস্ব সংবাদদাতা : হোলি আর জুম্মা একই দিনে পড়ার ফলে তিনি বলেছিলেন, ''জুম্মা বছরে ৫২ বার আসে কিন্তু হোলি আসে একবার।'' যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার উত্তর প্রদেশের সম্ভলে নির্বিঘ্নে হোলি উৎসব শেষ হওয়ার পর ফের একবার মুখ খুললেন সম্ভলের সার্কেল অফিসার অনুজ চৌধুরী। তিনি বলেন, ''আজ সবাই অত্যন্ত আনন্দের সাথে হোলি উদযাপন করেছেন। এখন মানুষ নামাজ আদায় করতে যাচ্ছেন, এবং সেটাও খুবই শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।"

ANUJ COHUDHURY

এছাড়াও তিনি বলেন, ''আজ হোলি উপলক্ষ্যে এক বিশাল  শোভাযাত্রা ছিল, প্রায় তিন হাজার মানুষ এতে অংশ নিয়েছিলেন, তবে সবকিছুই একদম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।''