আবেগপ্রবণ কেষ্ট-আইনজীবীকে দেখেই...!

অবশেষে জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল।

author-image
Aniruddha Chakraborty
New Update
কম

নিজস্ব সংবাদদাতাঃ রাউস অ্য়াভিনিউ কোর্টে কেষ্টর হয়ে লড়াই করেছেন আইনজীবী আহমেদ ইব্রাহিম। আর অবশেষে মিলেছে জামিন। সোমবার জেল থেকে বেরনোর পরই আইনজীবীকে জড়িয়ে ধরেন কেষ্ট। আবেগপ্রবণ হতে দেখা গেল তাঁকে। সূত্রে খবর, মধ্যরাতের বিমানে কলকাতা ফিরতে পারেন তিনি।

আজ হলুদ-ছাই রংয়ের টি-শার্ট পরে বেরিয়েছিলেন কেষ্ট। বাবাকে নিতে উপস্থিত ছিলেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। আগেই জামিনে মুক্ত হয়েছিলেন সুকন্যা। এর আগে কোর্টে হুইল চেয়ারে চড়ে এলেও আজ কিন্তু হেঁটেই জেলের বাইরে বের হন ‘বাঘ’। এরপর গাড়িতে উঠে রওনা দেন এয়ারপোর্টের পাশের একটি হোটেলে। সেখানে ঢোকার মুখে দেখা গেল আবেগঘন এই ছবি। কেষ্টকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ইব্রাহিম।

সূত্রে খবর, অনুব্রতর আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেড় বছর আগেই তিনি কেষ্টকে বলেছিলেন ২০২৪-এর পুজোর আগেই অনুব্রতকে তিনি বাড়ি পাঠাবেন। এবং সেই কথা তিনি রাখতে পেরেছেন। সোমবার সংবাদ মাধ্যমকে কেষ্ট যদিও রাজনীতি নিয়ে কোনও মন্তব্যই করেননি। তবে শরীরের বিষয় জানতে চাইলে তিনি জানান যে মোটামুটি ভালই আছেন।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ২০২২ সালের অগস্ট মাসে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। একেবারে বাড়ি ঘিরে ফেলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের দাপুটে নেতাকে। যদিও পরে আবার গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর হাতে। তারপর থেকে ২ বছরের বেশি সময় জেলে। সিবিআইয়ের কেসে গত জুলাই মাসে জামিন পেয়েও গিয়েছিলেন। কিন্তু জেল মুর্তি হয়নি। অবশেষে ইডি-র কেসে সদ্য জামিন পেয়েছেন কেষ্ট।