নিজস্ব সংবাদদাতা: অবশেষে শান্তি পেলেন বীরভূমের ‘বাঘ’। গরুপাচার মামলায় শেষমেশ জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্ট আজ তাঁর জামিন মঞ্জুর করলো। ২০২২ সালের অগস্ট মাসে তাঁকে তাঁর বীরভূমের বাড়ি থেকেই গ্রেফতার করে ইডি। তারপর বহু পথ পেরিয়ে তিহাড় জেলে গিয়ে বন্দী হন কেষ্ট। মাঝে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানালেও সেই মামলা ঝুলিয়ে রাখে সর্বোচ্চ আদালত। এরপর সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডল। আজ ছিল সেই মামলার শুনানি। আর সেই শুনানিতেই অনুব্রতর জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত। তবে যা জানা যাচ্ছে, জামিন পেলেও এখনই জেল থেকে মুক্ত হচ্ছেনা না অনুব্রত মণ্ডল।