নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে ট্রেন দুর্ঘটনা (Balasore Train Accident) প্রসঙ্গে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার সময় করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ কত ছিল? তা ফাঁস করে দিলেন ওই দুর্ঘটনা গ্রস্ত ট্রেনের এক যাত্রী। ওই যাত্রীর নাম হল অনুভব দাস। তিনি আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) গতি বেগ ছিল ঘণ্টায় ১১০-১১৫ কিলোমিটার, এটি নির্বিঘ্নেই চলছিল। কিন্তু হঠাৎ দুর্ঘটনাটি ঘটে এবং ৩০-৪০ সেকেন্ডের ব্যবধানে সবকিছু তছনছ হয়ে যায়। মানুষের আর্ত চিৎকার শুনতে পাই। চোখের সামনে সারি সারি মানুষের মৃতদেহ দেখেছি।‘ দেখুন ভিডিও...