নিজস্ব সংবাদদাতা: আবারও ভারতে রেল দুর্ঘটনা হয়েছে ও আতঙ্ক ছড়িয়েছে, এবার পাঞ্জাবে। সিরহিন্দের মাধোপুরের কাছে দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই বিষয়ে সিরহিন্দ থানার জিআরপি রতন লাল বলেছেন, "আনুমানিক ৩.৪৫ টার দিকে, আমরা একটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। দুই লোকো পাইলট আহত হয়েছেন এবং তাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফতেহগড় সাহেব। কোন মৃত্যুর ঘটনা ঘটেনি"। ইতিমধ্যেই তার বক্তব্যের ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-
rail accident | India