নিজস্ব সংবাদদাতা: সাত সকালে কেঁপে উঠল দেশের উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। জোরালো ভূমিকম্প অনুভূত হল উত্তরাখণ্ডের একাংশে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ছিল ৪.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে যে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের ৪৮ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের উৎসস্থল। সকাল ৯টা ১১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রবিবার রাতে দিল্লি-এনসিআর এবং তার আশপাশের একাধিক শহর কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। অক্টোবর মাসেই তিনবার কেঁপে উঠল দিল্লি।