নিজস্ব সংবাদদাতা: জাল আধার ও প্যানকার্ড তৈরির আরও এক চক্রের হদিশ। এবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত সরগরম৷ এই এলাকায় ভুয়ো নথি তৈরির অভিযোগে বাংলাদেশি-সহ তিনজনকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক-সহ তিনজনকে ধরে পুলিশ ৷
জানা গিয়েছে, চার বছর ধরে হিলির এক মাছ ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়ে থাকা এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গত রাতে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ৷ ধৃত ওই বাংলাদেশি নাগরিকের আধার ও প্যান কার্ড তৈরি এবং তাকে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দু'জনকে ৷
/anm-bengali/media/media_files/2024/12/24/SUNBWSl9eIsRTuLHBJPA.jpg)