নিজস্ব সংবাদদাতা: সুবিশাল রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সবার মনে প্রশ্ন এবার কী? এবার অযোধ্যাকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় তীর্থক্ষেত্র করে তোলার তোড়জোড় শুরু। জানা গেল যে এবার আরও ১৩টি মন্দির তৈরি করার পথে হাঁটছে যোগী সরকার।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গুরুদেব গিরিজি জানান যে রাম মন্দির চত্বরের ভিতর ৬টি এবং বাইরে সাতটি মন্দির গড়ে তোলা হবে। তাছাড়াও মূল মন্দির নির্মাণের কাজও বাকি। সব কাজই চলছে জোর কদমে। সোমবার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মন্দিরের সবে একতলাই হয়েছে। দ্বিতীয় তলা হবে এবং তারপর চূড়া নির্মাণ করা হবে। এর পর রামের পরিবারের পাঁচটি মন্দির নির্মাণ করা সম্পন্ন হবে। যেহেতু রামকে বিষ্ণুর অবতার বলে মানা হয়, তাই গণেশ, শিব, সূর্যদেব এবং জগদম্বা মায়ের মন্দিরও থাকবে এই চত্বরে। মূল মন্দিরের চার কোণে এই চার মন্দির স্থাপন করা হবে।