নিজস্ব সংবাদদাতা : আজ তামিলনাড়ু সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর এবার এই বিষয়েই মুখ খুললেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে. আন্নামালাই। তিনি বলেন, “অমিত শাহ এই রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির খোঁজ নেবেন। তিনি আগামীকাল পর্যন্ত এখানে থাকবেন।”
/anm-bengali/media/media_files/wzql2UZyvuJUYz9QWHcl.webp)
এরপর তিনি বলেন, “তিনি প্রায়ই রাজ্যে এসে বুথ স্তরের খবর নেন। আপাতত আমি এটুকুই বলতে পারি যে তিনি আসছেন, বাকিটা সময় হলে জানানো হবে।”