নিজস্ব সংবাদদাতা : তৃতীয় ভাষা নিয়ে বিতর্কের জেরে সরগরম হয়ে উঠেছে তামিলনাড়ুর রাজনীতি। আর এবার এই সমস্ত বিতর্কের দায়, কংগ্রেসের ঘাড়েই ফেললেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে. আন্নামালাই। তিনি বলেন, "১৯৬৮ সালের প্রথম জাতীয় শিক্ষা নীতিতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হয়েছিল। এরপর ১৯৮৬ সালের জাতীয় শিক্ষা নীতিতেও এই একই নিয়ম বজায় ছিল। কংগ্রেস তখন জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দিয়ে দেশের ঐক্য নষ্ট করেছিল। কিন্তু বর্তমান শিক্ষা নীতিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক নয়। তাহলে বিজেপি কীভাবে এই দেশের সংস্কৃতি নষ্ট করছে ?"
/anm-bengali/media/media_files/wzql2UZyvuJUYz9QWHcl.webp)
এছাড়াও তিনি বলেন, "বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উচিত নিজেদের ইতিহাস আগে ভালো করে জানা।"