নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা (ইউবিটি) নেতা অনিল দেশাইকে তলব করল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।
মুম্বই পুলিশ জানিয়েছে, নির্বাচন কমিশন শিন্ডে গোষ্ঠীকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দেওয়ার পরেও উদ্ধব ঠাকরে গোষ্ঠী দলীয় তহবিল প্রত্যাহার করে নিয়েছে বলে শিবসেনা (একনাথ শিন্ডে) অভিযোগ করার বিষয়ে দেশাইকে ৫ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শিন্ডে গোষ্ঠীকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দেয়।
গত বছরের জুনে একনাথ শিন্ডে, যিনি তৎকালীন উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, দলের মধ্যে একটি অভ্যুত্থান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট গঠন করে মুখ্যমন্ত্রীর পদটি নিজের জন্য সুরক্ষিত করার পরে শিবসেনা বিভক্ত হয়ে যায়।