নিজস্ব সংবাদদাতাঃ আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছাতেই অস্বস্তি বাড়ল কংগ্রেসের। যুব কংগ্রেসের নেত্রী শ্রীনিবাস বিভির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা প্রাক্তন যুব কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্ত (Angkita Dutta) অসমের শিবসাগরে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' রাজ্যে ঢুকে পড়ার সাথে সাথে বিক্ষোভ দেখান। তিনি বলেন, 'একজন অত্যাচারীর বিরুদ্ধে বিচার চেয়েছিলাম বলেই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাহুলজি যেহেতু আসামে এসেছেন, আমার বিশ্বাস উনি আমাকে এবং 'ন্যায়'-এর মহিলাদের দেবেন।‘