নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশে জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল এফ ১৪ (জিএসএলভি-এফ ১৪) এ ইসরোর ইনস্যাট -৩ ডি এস আবহাওয়া উপগ্রহ চালু করার সময়, ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “আমি জিএসএলভি-এফ ১৪ ইনস্যাট -৩ ডি এস মিশনের সফল সাফল্যের ঘোষণা করতে পেরে খুব আনন্দিত। মহাকাশযানটিকে খুব ভাল কক্ষপথে ইনজেক্ট করা হয়েছে। আমরা আরও লক্ষ্য করেছি যে গাড়িটি খুব ভাল পারফর্ম করেছে। যাঁরা দলের অংশ ছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন জানাই।”