নিজস্ব সংবাদদাতা: অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ তিরুমালার লাড্ডু প্রসাদমের কথিত ভেজালের জন্য তার ১১ দিনের 'প্রয়াসচিত্ত দীক্ষা'র অংশ হিসাবে কনক দুর্গা মন্দিরে 'শুদ্ধিকরণের আচার' পালন করেন।
তিনি বলেন, "আজ প্রয়াশ্চিত্ত দীক্ষার তৃতীয় দিন। আমার শৈশব থেকেই আমি সনাতন ধর্ম পালন করে আসছি। আমি শ্রীরামের ভক্ত এবং হিন্দু হিসেবে গর্বিত"।