তিরুমালাতে স্বয়ং ভাগবান বাস করেন! প্রসাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কী বললেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, তিরুমালাতে স্বয়ং ভগবান বাস করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
N Chandrababuq1.jpg


নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু বিজয়ওয়াড়ায় তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, "দেশ জুড়ে হাজার হাজার হিন্দু ভক্তরা তিরুমালাকে সবচেয়ে ঐশ্বরিক এবং পবিত্র এটি জায়গা বলে মনে করেন। ভগবান বালাজি সবচেয়ে প্রিয় ঈশ্বরদের একজন। এটা বিশ্বাস যে সমস্ত প্রার্থনা এখানে শোনা হয়। যখন আমি আমি সেখানে নৈবেদ্য দিতে গিয়েছিলাম, এটা একটা অলৌকিক ঘটনা ছিল। সেদিন আমাক ঈশ্বর ছাড়া কেউ বাঁচাতে পারতেন না।" অন্যদিকে, মন্দির কর্তৃপক্ষ প্রসাদ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

 

কয়েকদিন আগে একটি সভা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, তিরুপতির মন্দিরের প্রসাজ লাড্ডুতে গোরুর চর্বি ও মাছের চর্বি রয়েছে। এছাড়াও লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি রাজনৈতিক চাপান উতোর চলতে থাকে। এই পরিস্থিতিতে মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মন্দিরের পবিত্রতা রক্ষায় কিছুদিন গোরু জাতীয় যে কোনও পন্য  ব্যবহার বন্ধ রাখা হয়েছে।  এছাড়া ঘিয়ের নমুনা পরীক্ষা করার রাজ্যের বাইরের একটি ল্যাবের সাহায্য নেওয়া হয়েছে। 

 tamacha4.jpeg