নিজস্ব সংবাদদাতা: বাংলার উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের ভূমিপুত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদ! সেখানে লক্ষাধিক বাঙালির বাস। একটা বড় অংশের মানুষ সেখানে বাংলা ভাষাতেই কথা বলেন। আর সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের কথাই এবারও সংসদে তুলে ধরছেন বিষ্ণুপদ রায়।
দীর্ঘদিন ধরেই আন্দামানের জাতীয় মহাসড়ক ৪ (NH-4) এর অবনতিশীল অবস্থার বিষয়ে মাননীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারির কাছে বিষয়টি তুলে ধরছিলেন তিনি। এমনকি আন্দামান ব্রিজের সংস্কারের বিষয়টিও তিনি উল্লেখ করছেন সেই ২০১৬ সাল থেকে। কিন্তু তাঁর কথায়, সেই ব্রিজের সংস্কার হয়নি। প্রথম পর্যায়ের কাজ তিনি করিয়ে নিলেও, দ্বিতীয় পর্যায়ের কাজ হয়নি। এদিন এক ভিডিও বার্তায়, এমন ভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি সাংসদ।
তাঁর কথায়, তিনি বহুবার আন্দামানের জাতীয় সড়ক সংস্করণের ব্যাপারে কথা বলতে দৌড়ে গিয়েছেন দিল্লি। কিন্তু কোনও লাভ হয়নি। এমনকি একাধিক ক্ষেত্রে বিষয়টি বললেও কেউ কান দেননি। উত্তর এবং মধ্য আন্দামান জেলার বারাটাং থেকে মায়াবন্দর পর্যন্ত কাজ অসম্পূর্ণ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন বিষ্ণুপদ রায়। তাই তিনি নিজেই কয়েকবার পরিবহণ মন্ত্রী নীতিন গড়কারির বাড়িতে গিয়েছিলেন আন্দামানের বিষয়ে কথা বলতে। রাস্তা সংস্কারের ব্যাপারে আলোচনা করতে। তাঁর সেই কথা অনুযায়ীই, গত জুলাই মাসে নীতিন গড়কারি যান পোর্টব্লেয়ারে। পরিদর্শন করে দেখেন গোটা এলাকা। তিনি কথা দিয়েছেন, NH-4 উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন হবে।
তাই সাংসদ বিষ্ণুপদ রায় আশা রাখছেন, নতুন বছরে হইতো থেমে থাকা কাজ সম্পন্ন হবে। কিন্তু দিল্লির কাছ থেকে নিরাশা পাওয়ায় কিছুটা অভিমানই হয়েছে তাঁর। অন্তত, এদিনের ভিডিও বার্তায় তেমনটাই ফুটে উঠলো।