নিজস্ব সংবাদদাতা: আজ এবং আগামীকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি) হবে বলে অনুমান করা হচ্ছে। নিরাপদ থাকুন সবাই।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)