হোর্ডিং ভেঙে ১৪ জনের মৃত্যু-আহত বহু! সরকারকে দুষলেন উদ্ধব গোষ্ঠীর নেতা

ঘাটকোপার হোর্ডিং ভেঙে পড়ার ঘটনা নিয়ে বড় মন্তব্য করলেন উদ্ধব গোষ্ঠীর নেতা তথা মুখপাত্র আনন্দ দুবে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,ভবন

নিজস্ব সংবাদদাতাঃ ঘাটকোপার হোর্ডিং ভেঙে পড়ার ঘটনা নিয়ে উদ্ধব গোষ্ঠীর নেতা তথা মুখপাত্র আনন্দ দুবে বলেন, "এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পরেও বিজেপি এবং তার নেতা রামকদম রাজনীতি করা থেকে বিরত নেই। একটি সাধারণ হোর্ডিংয়ের সাইজ ৪০/৪০ কিন্তু যে হোর্ডিংটি ভেঙে পড়েছে তার সাইজ ছিল ১২০/১২০। রাজ্য রেলওয়ে পুলিশ এমনকি এটির জন্য অনুমতিও দিয়েছে। বিএমসি কমিশনার এবং রেলওয়ে রাজ্য কমিশনারের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? এটি রাজ্য সরকার এবং বিএমসির সম্পূর্ণ ব্যর্থতা। মহারাষ্ট্রের সব বড় বড় নেতারা রাজনৈতিক জনসভা করতে ব্যস্ত।" 

।ম,ম

Add 1