নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর বিরুধুনগর জেলার সেবালপট্টি গ্রামে একটি আতশবাজি উত্পাদন ইউনিটে একটি বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গে শ্রমিকরা এলাকাটি থেকে ছুটে পালিয়ে গিয়েছিল৷ এই ঘটনায় কারখানা প্রাঙ্গনে পার্ক করা তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন নিয়ন্ত্রণে ও নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ভেম্বাকোট্টাই পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িগুলো কেঁপে ওঠে।
/anm-bengali/media/media_files/T6wDG38hOQhyH3FXGv5E.png)