মেঘ ভাঙা বৃষ্টিতে নিখোঁজ আস্ত একটা গ্রাম! খারাপ হচ্ছে হিমাচলের পরিস্থিতি

শিলমার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ বলেছেন, মেঘভাঙা বৃষ্টির পরে একটি আস্ত গ্রাম নিখোঁজ হয়ে গিয়েছে। উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

author-image
Tamalika Chakraborty
New Update
শিমলা

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি প্রসঙ্গে শিলমার ডেপুটি কমিশনার অনুপম কাশ্যপ বলেছেন, "একটি বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আজ, সকাল ছটায় অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধারের বিষয়ে গতকাল একটি  বৈঠক হয়েছে। একটি পুরো গ্রাম নিখোঁজ হয়ে যাওয়ায় মানুষ চরম হতবাক। তারা খুব আবেগপ্রবণ কারণ তারা তাদের আত্মীয়দের খুঁজে পাচ্ছেন না, যদিও আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”     

landslided.jpg